— সুজন মন্ডল
--------------------------------------------------------------------
বাবা, তুমি কেমন আছো?
আমি ভালো নেই—
সময়ের এই রূপ দেখে আমার খুব ভয় করছে!
প্রচন্ড ভয় করছে...
এখন আর আগের মতোন হাসিনা,খেলিনা,ঘুরিনা—
এখন কারোও সাথে মন খুলে কথা বলি না!
এমনকি কোন গল্পও করি না...
এখন তো ঘরের ভিতরে বসে থাকি,
শুধুই বসে থাকি!
আর জানালার ওপারে নীল আকাশের দিকে
অধীরার মতো পাথুরে চোখে তাকিয়ে দেখি!
সূর্য উঠছে, তারারা খেলছে, মাঝেমাঝে বৃষ্টিও পড়ছে ।
কিন্তু, জানো বাবা, আমি বেকার, গৃহশিক্ষক বলে!
মধ্যাহ্নের কোন সূর্য আসে না আমার কাছে—
মধ্যরাতের কোন তারা আসে না আমার কাছে—
এমনকি বৃষ্টিরাও আসে না আমার কাছে—
এখন কেউ খেলে না আমার সাথে,
এখন কেউ কথা বলে না আমার সাথে!
আর এভাবেই কেঁটে যায় দিন রাত একাকী :
আলোহীন, বাতাসহীন, শূন্য এই বৃত্তের ভেতরে—
বাবা,
বাবা আমি এতটুকুও ভালো নেই!
বীভৎস এক অন্ধকার গ্ৰাস করেছে অর্ধেক আয়ু—
তুমি পারো তো আলো নিয়ে এসো :
সম্পূর্ণ গ্ৰাস করার আগেই,
সম্পূর্ণ গ্ৰাস করার আগেই,
সম্পূর্ণ গ্ৰাস করার আগেই....
No comments:
Post a Comment