জনপ্রিয় পোস্টসমূহ

Followers

Saturday, June 13, 2020

কবিতা

একদিন
        — সুজন মন্ডল
.................................................................

ঝড়ে উড়ে গেছে চাল, 
'কারখানায়' পড়েছে  মস্ত তালা!
               তবুও, 
              তবুও পেট মানেনিকো কোন বন্দিশালা ।
তার 'পর পরিযায়ী হিটলার এসেছে দ্যাখো,
বিদ্যাসাগরের দেশে এলইডি স্ক্রিনে!
          মানবতাকে আজ :
          পিষে মেরে, ভোটের অঙ্ক তুলে আনে—
 
আমরা তো শুধু একেকটি সংখ্যা 
রাষ্ট্রের অভিধানে—
             মরলে পরেও 
             কোন ক্ষতি নেই, নতুন সংখ্যা জন্ম নেবে!

নির্বাচনী ইশতেহার ঘেঁটে ঘেঁটে বুঝেছি, 
কারা আজ শুধু ঠকায়—
             এই 'মারী মড়কের' দেশে আমরা যে :
             এখনও ভীষণ অসহায়!
তাই ধর্মের আবেগে, 
রক্ত ঝরিয়ে, দেশজ বেনিয়া, হাসতে হাসতেই!
      জাকিয়ে বসছে দেখো বারেবারে ক্ষমতার কুর্সিতে—
      বারেবারে ক্ষমতার কুর্সিতে...

কিন্তু, মনে রেখো,
এই অসহায় জাতিরাই একদিন!
           একবিংশের এ মহা-দুর্ভিক্ষ ছিঁড়ে—
           আনবে, আনবে বেঁচে থাকার সু-দি-ন...



No comments:

Post a Comment

কবিতা

    হবে এক শোষিতের পরিচয়                      — সুজন মন্ডল  ................................................................... মানুষে'...

কবিতা