জনপ্রিয় পোস্টসমূহ

Followers

Friday, April 17, 2020

Poem

কবিতা :
                       চার্লি চ্যাপলিন
                                    — সুজন মন্ডল

চার্লি চ্যাপলিন,
তোমাকে আজ বড্ড বেশি প্রয়োজন—
যে শ্বাসরোধকারী কুৎসিত
সময়ের শরীরে—
উদ্ধোধন করবে আবার রক্তিম শিল্পের শিলান্যাস...

চার্লি চ্যাপলিন,
তোমাকে আজ বড্ড বেশি প্রয়োজন—
যে অমানুষিক বর্বরতার
বীভৎসময় মিথ্যেগুলো!
মার্ক্সীয় শিল্পের, আশ্চর্য তরবারিতে ছিন্নভিন্ন করে!
জাগিয়ে তুলবে পুনরায়...
পুঁজিবাদের আঁচে ঝলসানো :
চামড়ার প্রলেপ দেওয়া লক্ষ লক্ষ কঙ্কালের মগজ!
যে মগজে ঘুমিয়ে আছে চেতনার প্রাণ...

চার্লি চ্যাপলিন,
তোমাকে আজ বড্ড বেশি প্রয়োজন—
যে এই অস্ত্রের দুর্ধর্ষ কাহিনী ছিঁড়ে!
এমনকি, সাম্রাজ্যবাদের ঘৃণ্যতম হুমকি পর্যন্ত
অবলীলায় উপেক্ষা করে—
ক্ষুধার আগুন নেভানোর মন্ত্র বলে যাবে...

চার্লি চ্যাপলিন,
তোমাকে আজ বড্ড বেশি প্রয়োজন—
যে এই বিবেক, মনুষ্যত্বহীন!
পশুর মতোন নিকৃষ্টতম শোষণের দেশে—
গেঁথে যাবে অনাগত বিপ্লবের সিঁড়ি...



No comments:

Post a Comment

কবিতা

    হবে এক শোষিতের পরিচয়                      — সুজন মন্ডল  ................................................................... মানুষে'...

কবিতা