কবিতা : মৃত্যু
— সুজন মন্ডল
................................................................
মৃত্যু, মৃত্যু, মৃত্যু
চারিদিকে যেন শুধুই বীভৎস মৃত্যুর মহামিছিল—
কোথাও কি কোন জীবন নেই,
কোথাও কি কোন স্পন্দন নেই!
এই মৃত্যুই কি এখন
নববর্ষের এক একটি শোকবার্তা!
এই মৃত্যুই কি এখন
'দেশে' প্রকাশিত কোন কবির কবিতা—
মৃত্যু, মৃত্যু, মৃত্যু
চারিদিকে যেন শুধুই নির্লজ্জ মৃত্যুর মহামিছিল...
অথচ,
''এই মৃত্যু কি একুশ শতকে কাম্য ছিল?''
না, না, না...
মৃত্যু আজ যতই
কেড়ে নিক আমাদের প্রিয়তমার প্রাণ—
তবুও,
তবুও জীবনের স্বল্পায়ুতে গড়ে তোলা :
অনন্য স্থাপত্যের ভেতরে বেঁচে থাকবে চিরকাল...
বেঁচে থাকবে চিরকাল,
বেঁচে থাকবে চিরকাল,
বেঁচে থাকবে চিরকাল...
No comments:
Post a Comment