বিবেক হত্যাকারী
— সুজন মন্ডল
এই লকডাউনের দিনগুলি যেন!
বিশ্বযুদ্ধের, শ্বাসরোধকারী :
একেকটি মুহূর্তের, রক্তাক্ত কবিতা—
যে কবিতার ভেতরে অনবরত :
এগিয়ে চলেছে, লাশের মহামিছিল—
এই লকডাউনের দিনগুলি যেন!
দ্বিগুণ গতিতে উৎপাদন করছে!
হা-হাভাতে রাক্ষসের পাল—
এদিকে পা'এ হাঁটিয়ে'ই মেরে ফেলছে !
ঘরহীন, খাদ্যহীন, নিস্পাপ পরিযায়ী পাখির!
ন্যাংটা ছানার, পুঁই ডাঁটার মতোন :
লকলকে শরীর—
এই লকডাউনের দিনগুলিতে!
আমার সমগ্ৰ শিল্পীসত্তা যদি!
চামড়ায় মোড়ানো কঙ্কালের—
দুনিয়া কাঁপানো আর্তনাদ শুনেও;
এতটুকুও কেঁদে না উঠে!
তাহলে আমি শিল্পী হয়েও,
মানবতাবিরোধী, বিবেক হত্যাকারী...
No comments:
Post a Comment