ও ডাক্তার
—— সুজন মন্ডল
ও ডাক্তার, তুমি আজ জীবন দিয়েই!
মুছে দিলে, নামের আগে লেগে থাকা :
'কসাই' নামক বীভৎস শব্দের গন্ধ,
'লুঠেরা' নামক জঘণ্যতম উপাধি!
পরিবর্তে শুনিয়ে গেলে—
রোগগ্রস্ত পৃথিবীর কানে!
আমি কোন দানব-টানব নই,
আমি হলাম 'জীবন্ত ঈশ্বর'—
ও ডাক্তার, তুমি আজ জীবন দিয়েই!
নির্মম এক সত্যকে দিলে প্রতিষ্ঠা—
বুঝিয়ে দিলে এখনকার;
হাসপাতালগুলো!
মৃত্যুর ছাড়পত্র প্রকাশের :
অন্যতম ছাপাখানা—
তবুও, এই ছাপাখানার ভেতর থেকেও :
প্রকাশিত হয় 'জীবন' নামক কিছু কবিতাও—
ও ডাক্তার, তুমি আজ জীবন দিয়েই!
বোজাতে চেয়েছ মৃত্যুর কূপ—
হয়তো পারোনি, নিজস্ব কিছু সীমাবদ্ধতায়!
কিংবা রাষ্ট্রের চরম উদাসীনতার জন্যেও...
কিন্তু, তুমি যেখানেই থাকো হতাশ হইওনা!
কেননা তোমার সহযোদ্ধারা এখনও :
লড়াই চালিয়ে যাচ্ছে—
তাঁরা বিজয়ী হবেই...
(যে বীর ডাঃ মারা গেলেন তাঁর স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত)
No comments:
Post a Comment