জনপ্রিয় পোস্টসমূহ

Followers

Saturday, April 18, 2020

কবিতা

                      এখন
                              — সুজন মন্ডল

এখন কোথাও 
ভাতের গন্ধ খুঁজে পায় না...
এখন তো 
শুধুই দেখতে পায়...
বিভূতি বাড়ুজ্যের, 
'অশনি সংকেতে'র :
দুর্ভিক্ষময় ছায়াছবি—
এখন তো 
শুধুই শুনতে পায়...
কাতারে কাতারে পরিযায়ী কঙ্কালের :
উত্থাপিত হাহাকার—

এখন তো 
সর্বগ্ৰাসী মন্বন্তরে ঘেরা!
ঘর বন্দিতে—
বুক ফাটা জলেই লিখে রাখছি!
পৃথিবীময় লাশের হিসাব—
তবুও, মাঝে মধ্যে গুটিকতক 
জীবন এসে...
গুলিয়ে দেয় হিসাবের মাথা—

এখন কোথাও
মানুষের চলাফেরার জন্য
নিরাপদ কোন রাস্তা নেই!
নেই কোন খাদ্য শস্যের জোগান—
এখন তো 
সর্বত্রই পুঁজি মন্থনে উত্থিত!
মারণ ভাইরাসের একাধিপত্য—

এখন কোথাও নেই
ঈশ্বর নামক বাস্তবিক কোন চরিত্র—
যে রোধ করবে এই বিপর্যয়কে...
এখন তো
বিজ্ঞানই শেষতম ভরসা...

------------------------------------------------------------------
সুজন মন্ডল, খিদিরপুর, বুনিয়াদপুর
দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ ।।
18/04/2020....











No comments:

Post a Comment

কবিতা

    হবে এক শোষিতের পরিচয়                      — সুজন মন্ডল  ................................................................... মানুষে'...

কবিতা