জনপ্রিয় পোস্টসমূহ

Followers

Thursday, June 18, 2020

কবিতা

ম্যাক্সিম গোর্কি স্মরণে...
----------------------------- সুজন মন্ডল 

গোর্কি, 
আপনার কথা যখনই ভাবি, 
তখনই হৃদয়ে ভেসে ওঠে :
একটি মমতাময়ী মুখের ছবি!
যে ছবিতে অনন্য শিল্পের কারুকার্যে, 
একটু একটু করে দিয়েছেন বিপ্লবের রঙ—
অথচ, 
দেখেছি আমি সেই ছবিই আজও :
দেশে দেশে ঘুরছে—
যেমন আমাদের দেশে শাহিনবাগের দেওয়ালে 
ঝুলে আছে—

গোর্কি, 
আপনিই পেরেছিলেন একমাত্র, 
পুরুষের পৃথিবীতে :
মা-এর এক জীবন্ত মূর্তি গড়তে—
যে মা, 
স্বামীর ছোট্ট উঠান পেরিয়ে সমগ্ৰ পৃথিবীকে :
জড়িয়ে ধরেছে, দিয়েছে বুক নিংড়ে ভালোবাসা—
অথচ, 
আমরা তাঁর যোগ্যতম সন্তান হতে পারিনি—
পারিনি মুছে দিতে আজও সেই মা-এর, 
চোখের কোনে লেগে থাকা : 
শোষণের বীভৎস দাগ—
ব্যক্তিগত কিছু আরাম আয়েশের খাতিরে...

গোর্কি,
আজ আপনার পুনঃ জন্মই পারে!
লিখতে আবার 'মা'-এর মতোন করে
 মদপ্য পিতার বিপ্লবের মানুষ, হয়ে ওঠার :
অনন্য আত্মজীবনী—
এমনকি,
আপনিই পারেন আজ চোখের সামনে,
এতগুলো মানুষের মৃত্যুতে :
নিষ্ক্রিয় থাকা উত্তরাধিকারদের—
কষাতে দু-গালে, সজোরে ঘৃণার খাপ্পড়!
তাতে যদি সামান্যতম হলেও নড়ে ওঠে :
এতদিনের ঘুমিয়ে থাকা মানবিকতা...

গোর্কি,
আপনাকে জানাই হৃদয় হতে রক্তিম অভিবাদন ।
কেননা, 
আপনিই তো প্রথম সম্পূর্ণ মার্ক্সীয় চেতনায়,
রক্তিম কলমের কালিতে, লিখে দিয়েছিলেন : 
শোষকের বুকে কাঁপন ধরানো, পথের হদিস—
এমনকি,
জাগিয়ে তুলেছিলেন মহামতি লেনিনের অনুপ্রেরণায় :
ক্ষুধা, দারিদ্র্য ধ্বংসের : অমোঘ মন্ত্র...

No comments:

Post a Comment

কবিতা

    হবে এক শোষিতের পরিচয়                      — সুজন মন্ডল  ................................................................... মানুষে'...

কবিতা