কবিতা
নববর্ষ
— সুজন মন্ডল
আজ আমাদের ন-ব-ব-র্ষ!
হ্যাঁ, হ্যাঁ,
আজ আমাদের নববর্ষই বটে!
অথচ,
এই নববর্ষকে, কেউ কখনও চোখে দেখেনি!
শুনেনি পয়লা বৈশাখ,
কখনও বিধবার মতো হবিস্যি পালন করেছে!
এমনকি,
কেউ কখনও করেনি, কোন মিষ্টি মিষ্টান্ন ছাড়াই!
শুধুমাত্র অমায়িক খিদের জ্বালা—
আসমুদ্র হিমাচলের মতো দারিদ্র্য—
আর আবিস্কৃত কোন মহামারীর স্পর্শে—
সদলবলে হালখাতা...
আজ আমাদের ন-ব-ব-র্ষ!
যে নববর্ষ,
নিয়ে এসেছে মৃত্যুর উৎসব...
যে নববর্ষ,
বয়ে এনেছে ক্ষুধার ভাইরাস—
যে নববর্ষ,
শাঁখের বদলে বাজাচ্ছে কান্না—
কিন্তু,
এতকিছুর পরেও;
নববর্ষ এনেছে মৃত্যুর দেশ থেকে—
বেঁচে বর্তে থাকার, জীবন্ত এক ইস্তেহার...
নববর্ষ
— সুজন মন্ডল
আজ আমাদের ন-ব-ব-র্ষ!
হ্যাঁ, হ্যাঁ,
আজ আমাদের নববর্ষই বটে!
অথচ,
এই নববর্ষকে, কেউ কখনও চোখে দেখেনি!
শুনেনি পয়লা বৈশাখ,
কখনও বিধবার মতো হবিস্যি পালন করেছে!
এমনকি,
কেউ কখনও করেনি, কোন মিষ্টি মিষ্টান্ন ছাড়াই!
শুধুমাত্র অমায়িক খিদের জ্বালা—
আসমুদ্র হিমাচলের মতো দারিদ্র্য—
আর আবিস্কৃত কোন মহামারীর স্পর্শে—
সদলবলে হালখাতা...
আজ আমাদের ন-ব-ব-র্ষ!
যে নববর্ষ,
নিয়ে এসেছে মৃত্যুর উৎসব...
যে নববর্ষ,
বয়ে এনেছে ক্ষুধার ভাইরাস—
যে নববর্ষ,
শাঁখের বদলে বাজাচ্ছে কান্না—
কিন্তু,
এতকিছুর পরেও;
নববর্ষ এনেছে মৃত্যুর দেশ থেকে—
বেঁচে বর্তে থাকার, জীবন্ত এক ইস্তেহার...
No comments:
Post a Comment