জনপ্রিয় পোস্টসমূহ

Followers

Monday, July 13, 2020

কবিতা



মাত্র কয়েকটা গুলি!
                    -- সুজন মন্ডল 
.............................................................

বাহ্,
সাবাস রাষ্ট্র, সাব্বাস!
মাত্র কয়েকটা গুলি খরচ করেই;
কত সহজেই ঘুম পাড়িয়ে দিলে, 
অজস্র প্রশ্নের চোখকে—
কত সহজেই কবর দিয়ে দিলে; 
রাজকীয় সন্ত্রাসের জঘণ্যতম ইতিহাস...

বাহ্,
সাবাস রাষ্ট্র, সাব্বাস!
মাত্র কয়েকটা গুলি খরচ করেই;
কত সহজেই পরিশুদ্ধ হয়ে উঠলে—
কত সহজেই মহা মানব হয়ে উঠলে...
অথচ,
অথচ ক্ষমতার মসনদে বসে বিস্মৃত হয়েছ!
যে কিছু বিক্ষুব্ধ ইঁদুরও  একদিন কবরে ঢুকে :
তুলে আনতে পারে চাপা পড়ে থাকা,
তোমাদের ঐ নৃশংসতার উপন্যাস...



No comments:

Post a Comment

কবিতা

    হবে এক শোষিতের পরিচয়                      — সুজন মন্ডল  ................................................................... মানুষে'...

কবিতা