কবিতা

Sunday, April 26, 2020









ও ডাক্তার
                    —— সুজন মন্ডল

ও ডাক্তার, তুমি আজ জীবন দিয়েই!
মুছে দিলে, নামের আগে লেগে থাকা :
                  'কসাই' নামক বীভৎস শব্দের গন্ধ,
                  'লুঠেরা' নামক জঘণ্যতম উপাধি!
পরিবর্তে শুনিয়ে গেলে—
রোগগ্রস্ত পৃথিবীর কানে!
                  আমি কোন দানব-টানব নই,
                  আমি হলাম 'জীবন্ত ঈশ্বর'—

ও ডাক্তার, তুমি আজ জীবন দিয়েই!
নির্মম এক সত্যকে দিলে প্রতিষ্ঠা—
                          বুঝিয়ে দিলে এখনকার;
                          হাসপাতালগুলো!
মৃত্যুর ছাড়পত্র প্রকাশের :
অন্যতম ছাপাখানা—
                তবুও, এই ছাপাখানার ভেতর থেকেও :
                প্রকাশিত হয় 'জীবন' নামক কিছু কবিতাও—

ও ডাক্তার, তুমি আজ জীবন দিয়েই!
বোজাতে চেয়েছ মৃত্যুর কূপ—
               হয়তো পারোনি, নিজস্ব কিছু সীমাবদ্ধতায়!
               কিংবা রাষ্ট্রের চরম উদাসীনতার জন্যেও...
কিন্তু, তুমি যেখানেই থাকো হতাশ হইওনা!
কেননা তোমার সহযোদ্ধারা এখনও :
                                 লড়াই চালিয়ে যাচ্ছে—
                                 তাঁরা বিজয়ী হবেই...

(যে বীর ডাঃ মারা গেলেন তাঁর স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত)


Friday, April 24, 2020



সর্বহারার মহাননেতা কমরেড শিবদাস ঘোষের উদ্দেশ্যে...


             আজও তাঁর চোখে
                               — সুজন মন্ডল

আজও তাঁর চোখে,
নক্ষত্রপুঞ্জের মতোন জ্বলজ্বল করছে!
দরিদ্রতম ভারতবর্ষের পেট চিরে :
দুমুঠো ভাতের গন্ধ, খুঁজে পাওয়ার অমোঘ মন্ত্র...

যে মন্ত্র
চিন রাশিয়া কিউবার জন্ম দিয়েছে!
মুছে ফেলেছে মহামারী ক্ষুধার জঘণ্যতম নাম—
যে মন্ত্র
বিশ্ব কাঁপানো ইবলিশের কবল থেকে এনে দিয়েছে
মানুষের বাস্তুভিটার পবিত্র মাটি...

আজও তাঁর চোখে
অখন্ড জ্যোতির মতোন জ্বলছে মার্ক্স, এঙ্গেলস, লেনিন,
স্ট্যালিন, মাও সে তুং-এর দেখানো রক্তিম স্বপ্ন—

যে স্বপ্ন
এখনও ভারতবর্ষের বুকে অধরাই থেকে গেছে!
তবুও,
তাঁর চোখে জ্বলে থাকা শোষণ ধ্বংসের মারণ মন্ত্র—
অনুবাদ হচ্ছে অনেক বিদ্রোহী চোখের ভেতরে...


Wednesday, April 22, 2020

কবিতা


 
   
কবিতা

              সমস্ত যুবক যদি লেনিন হত
                                           — সুজন মন্ডল

আজ
ভারতবর্ষের সমস্ত যুবক যদি লেনিন হত!
তাহলে কেমন হতো...
হয়তো নিভে যেত বীভৎসময় খিদের আগুন...
হয়তো মুছে যেত দারিদ্র্যের কালসিটে দাগ...
হয়তো ভেঙে যেত শোষণময় সাম্রাজ্যের ইমারত—

আজ
ভারতবর্ষের সমস্ত যুবক যদি লেনিন হত!
তাহলে...
হয়তো রবীন্দ্র, নজরুল, শরৎচন্দ্রের
যোগ্যতম উত্তরসূরি হয়েই!
লিখে যেত শোষিত মানুষের দিনপঞ্জি—
হয়তো ভগৎ সিং, মাস্টারদা, বিবেকানন্দ,
সুভাষ বোসের বংশধর হয়েই!
করে যেত মনুবাদ-সংঘবাদ, বর্ণবাদকে ধ্বংস...

আজ
ভারতবর্ষের সমস্ত যুবক যদি লেনিন হত!
তাহলে...
চিন, রাশিয়া, কিউবার মতোই!
বিশ্বের ইতিহাসে লেখা থাকতো :
স্বর্ণাক্ষরে ভারতবর্ষের নাম...

আজ
ভারতবর্ষের সমস্ত যুবক যদি লেনিন হত!
তাহলে...
তাহলে বদলে যেত :
কয়েক লক্ষ বছরের নির্মম শাসনের ইতিহাস...

Monday, April 20, 2020




কবিতা :
             আজও  মানুষ হতে পারিনি
                                       — সুজন মন্ডল


আমরা আজও মানুষ হতে পারিনি—
আমরা আজও আদিম দানবের মতোই হিংস্র!
আমরা আজও জানোয়ারের মতোই বর্বর!
তাইতো মানুষেরই তাজা রক্তে—
মেটাই পিপাসা...

অথচ,
আমাদের মধ্যেই একমাত্র ছিল!
মা-নু-ষ  হওয়ার সমস্ত বৈশিষ্ট্য...

তবুও,
আমরা মানুষ না হয়ে, হয়ে ওঠেছি :
খুনী, ধর্ষক, সন্ত্রাসী—

























Sunday, April 19, 2020








ডারউইন স্মরণেঃ
                       — সুজন মন্ডল

চার্লস ডারউইন,
একটি সহজ সরল প্রশ্নের উত্তর বলুন—
কেন আপনি ব্রুনো, কোপারনিকাস,
গ্যালিলিও'কে মিশিয়ে দিয়েছেন রক্তে ?
একটি বিশেষ সত্য বলার জন্য!
.
চার্লস ডারউইন,
একটি সহজ সরল প্রশ্নের উত্তর বলুন!
কিভাবে হয়ে উঠেছিলেন?
বৈদগ্ধ্যপূর্ণ বৈজ্ঞানিক মননের অধিকারী!
যেখানে ছোট্ট একটি বালির কণাকেও;
যুক্তির কষ্টিপাথরে ঘসে দেখেছেন :
তার ভেতরে কতটুকু সত্যের আগুন আছে!
.
চার্লস ডারউইন,
একটি সহজ সরল প্রশ্নের উত্তর বলুন!
প্রকৃতিবিজ্ঞানী আলফ্রেড ওয়ালেস,
যখন বলেছিলেন :
"বিবর্তনের পদ্ধতিতে প্রাকৃতিক নির্বাচনের কথা"
তখন কি করে এতটুকু উদ্বেগ প্রকাশ না করেও?
দিয়েছিলেন নজীরবিহীনভাবে উন্নত মূল্যবোধের পরিচয়!
.
চার্লস ডারউইন,
একটি সহজ সরল প্রশ্নের উত্তর বলুন!
আপনি কি এমন আবিষ্কার করেছিলেন ?
যা আজও দেশে দেশে "ধর্মান্ধদের কোপে"—
উত্তর বলুন চার্লস ডারউইন...
উত্তর বলুন
বলুন উত্তর...











Saturday, April 18, 2020

কবিতা

                      এখন
                              — সুজন মন্ডল

এখন কোথাও 
ভাতের গন্ধ খুঁজে পায় না...
এখন তো 
শুধুই দেখতে পায়...
বিভূতি বাড়ুজ্যের, 
'অশনি সংকেতে'র :
দুর্ভিক্ষময় ছায়াছবি—
এখন তো 
শুধুই শুনতে পায়...
কাতারে কাতারে পরিযায়ী কঙ্কালের :
উত্থাপিত হাহাকার—

এখন তো 
সর্বগ্ৰাসী মন্বন্তরে ঘেরা!
ঘর বন্দিতে—
বুক ফাটা জলেই লিখে রাখছি!
পৃথিবীময় লাশের হিসাব—
তবুও, মাঝে মধ্যে গুটিকতক 
জীবন এসে...
গুলিয়ে দেয় হিসাবের মাথা—

এখন কোথাও
মানুষের চলাফেরার জন্য
নিরাপদ কোন রাস্তা নেই!
নেই কোন খাদ্য শস্যের জোগান—
এখন তো 
সর্বত্রই পুঁজি মন্থনে উত্থিত!
মারণ ভাইরাসের একাধিপত্য—

এখন কোথাও নেই
ঈশ্বর নামক বাস্তবিক কোন চরিত্র—
যে রোধ করবে এই বিপর্যয়কে...
এখন তো
বিজ্ঞানই শেষতম ভরসা...

------------------------------------------------------------------
সুজন মন্ডল, খিদিরপুর, বুনিয়াদপুর
দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ ।।
18/04/2020....











কবিতা
                     নববর্ষ
                            — সুজন মন্ডল

আজ আমাদের ন-ব-ব-র্ষ!
হ্যাঁ, হ্যাঁ,
আজ আমাদের নববর্ষই বটে!

অথচ,
এই নববর্ষকে, কেউ কখনও চোখে দেখেনি!
শুনেনি পয়লা বৈশাখ,
কখনও বিধবার মতো হবিস্যি পালন করেছে!
এমনকি,
কেউ কখনও করেনি, কোন মিষ্টি মিষ্টান্ন ছাড়াই!
শুধুমাত্র অমায়িক খিদের জ্বালা—
আসমুদ্র হিমাচলের মতো দারিদ্র্য—
আর আবিস্কৃত কোন মহামারীর স্পর্শে—
সদলবলে হালখাতা...

আজ আমাদের ন-ব-ব-র্ষ!
যে নববর্ষ,
নিয়ে এসেছে মৃত্যুর উৎসব...
যে নববর্ষ,
বয়ে এনেছে ক্ষুধার ভাইরাস—
যে নববর্ষ,
শাঁখের বদলে বাজাচ্ছে কান্না—

কিন্তু,
এতকিছুর পরেও;
নববর্ষ এনেছে মৃত্যুর দেশ থেকে—
বেঁচে বর্তে থাকার, জীবন্ত এক ইস্তেহার...


Friday, April 17, 2020

Poem

শরৎচন্দ্রের প্রতি
----------------------- সুজন মন্ডল

শরৎচন্দ্র,
আপনি আজ জীবিত;
নেই বলেই—
আমাদের অব্যক্ত যন্ত্রণাগুলো;
এখন আর :
ঐ নাগরিক আকাশে ওড়ে না...
এমনকি,
আজকাল আপনার মতোন
তেমন করে;
কেউই লেখে না—
কলমের খোঁচাতে!
আমাদের অবর্ণনীয় দুঃখের :
কোন শ্লোক—

শরৎচন্দ্র,
আপনি আজ জীবিত;
নেই বলেই—
'রাজলক্ষ্মী', 'অভয়া',
'রমা', 'কমলে'র আত্মারা—
ডুকরে ডুকরে কাঁদে...
খুঁজে চলে—
মুক্তি পথের হদিস দেওয়া :
সেই পরম পুরুষকে...
যিনি 'বর্ণপরিচয়ে'র
আইনী ভাষাকে...
দিয়েছিল সহানুভূতির স্পর্শে :
সাহিত্যে জীবন্ত রূপ...

শরৎচন্দ্র,
আপনি আজ জীবিত;
নেই বলেই—
ধর্মের জঘণ্যতম মিথ্যেগুলো...
শঙ্কাহীন ভাবে :
শাসন করে যাচ্ছে বৈজ্ঞানিক সত্যকে—
এমনকি,
আদিম হিংস্রতাকেও—
হার মানিয়ে!
মিছিল করছে পৈশাচিক উল্লাসে—

শরৎচন্দ্র,
আপনি আজ জীবিত নেই—
তবুও,
'পথের দাবী'র 'সব্যসাচী'
পথ ভুলে যায়নি...
হয়তো,
সামান্যতম সময়ের জন্য;
হারিয়েছে সংগ্ৰামী বন্ধুদের...
কিন্তু, তাতে কি হয়েছে?
আবার খুঁজে নেবে—
নয়তো বা আপনার রেখে যাওয়া :
চিন্তায় নূতন করে গড়ে নেবে—
পুঁজি নামক মহামারীর :
মহা প্রতিষেধক হিসেবে...

Poem

কবিতা :
                       চার্লি চ্যাপলিন
                                    — সুজন মন্ডল

চার্লি চ্যাপলিন,
তোমাকে আজ বড্ড বেশি প্রয়োজন—
যে শ্বাসরোধকারী কুৎসিত
সময়ের শরীরে—
উদ্ধোধন করবে আবার রক্তিম শিল্পের শিলান্যাস...

চার্লি চ্যাপলিন,
তোমাকে আজ বড্ড বেশি প্রয়োজন—
যে অমানুষিক বর্বরতার
বীভৎসময় মিথ্যেগুলো!
মার্ক্সীয় শিল্পের, আশ্চর্য তরবারিতে ছিন্নভিন্ন করে!
জাগিয়ে তুলবে পুনরায়...
পুঁজিবাদের আঁচে ঝলসানো :
চামড়ার প্রলেপ দেওয়া লক্ষ লক্ষ কঙ্কালের মগজ!
যে মগজে ঘুমিয়ে আছে চেতনার প্রাণ...

চার্লি চ্যাপলিন,
তোমাকে আজ বড্ড বেশি প্রয়োজন—
যে এই অস্ত্রের দুর্ধর্ষ কাহিনী ছিঁড়ে!
এমনকি, সাম্রাজ্যবাদের ঘৃণ্যতম হুমকি পর্যন্ত
অবলীলায় উপেক্ষা করে—
ক্ষুধার আগুন নেভানোর মন্ত্র বলে যাবে...

চার্লি চ্যাপলিন,
তোমাকে আজ বড্ড বেশি প্রয়োজন—
যে এই বিবেক, মনুষ্যত্বহীন!
পশুর মতোন নিকৃষ্টতম শোষণের দেশে—
গেঁথে যাবে অনাগত বিপ্লবের সিঁড়ি...