কবিতা :
আজও মানুষ হতে পারিনি
— সুজন মন্ডল
আমরা আজও মানুষ হতে পারিনি—
আমরা আজও আদিম দানবের মতোই হিংস্র!
আমরা আজও জানোয়ারের মতোই বর্বর!
তাইতো মানুষেরই তাজা রক্তে—
মেটাই পিপাসা...
অথচ,
আমাদের মধ্যেই একমাত্র ছিল!
মা-নু-ষ হওয়ার সমস্ত বৈশিষ্ট্য...
তবুও,
আমরা মানুষ না হয়ে, হয়ে ওঠেছি :
খুনী, ধর্ষক, সন্ত্রাসী—
No comments:
Post a Comment