কবিতা

Sunday, April 19, 2020








ডারউইন স্মরণেঃ
                       — সুজন মন্ডল

চার্লস ডারউইন,
একটি সহজ সরল প্রশ্নের উত্তর বলুন—
কেন আপনি ব্রুনো, কোপারনিকাস,
গ্যালিলিও'কে মিশিয়ে দিয়েছেন রক্তে ?
একটি বিশেষ সত্য বলার জন্য!
.
চার্লস ডারউইন,
একটি সহজ সরল প্রশ্নের উত্তর বলুন!
কিভাবে হয়ে উঠেছিলেন?
বৈদগ্ধ্যপূর্ণ বৈজ্ঞানিক মননের অধিকারী!
যেখানে ছোট্ট একটি বালির কণাকেও;
যুক্তির কষ্টিপাথরে ঘসে দেখেছেন :
তার ভেতরে কতটুকু সত্যের আগুন আছে!
.
চার্লস ডারউইন,
একটি সহজ সরল প্রশ্নের উত্তর বলুন!
প্রকৃতিবিজ্ঞানী আলফ্রেড ওয়ালেস,
যখন বলেছিলেন :
"বিবর্তনের পদ্ধতিতে প্রাকৃতিক নির্বাচনের কথা"
তখন কি করে এতটুকু উদ্বেগ প্রকাশ না করেও?
দিয়েছিলেন নজীরবিহীনভাবে উন্নত মূল্যবোধের পরিচয়!
.
চার্লস ডারউইন,
একটি সহজ সরল প্রশ্নের উত্তর বলুন!
আপনি কি এমন আবিষ্কার করেছিলেন ?
যা আজও দেশে দেশে "ধর্মান্ধদের কোপে"—
উত্তর বলুন চার্লস ডারউইন...
উত্তর বলুন
বলুন উত্তর...











No comments:

Post a Comment