কবিতা

Friday, April 17, 2020

Poem

শরৎচন্দ্রের প্রতি
----------------------- সুজন মন্ডল

শরৎচন্দ্র,
আপনি আজ জীবিত;
নেই বলেই—
আমাদের অব্যক্ত যন্ত্রণাগুলো;
এখন আর :
ঐ নাগরিক আকাশে ওড়ে না...
এমনকি,
আজকাল আপনার মতোন
তেমন করে;
কেউই লেখে না—
কলমের খোঁচাতে!
আমাদের অবর্ণনীয় দুঃখের :
কোন শ্লোক—

শরৎচন্দ্র,
আপনি আজ জীবিত;
নেই বলেই—
'রাজলক্ষ্মী', 'অভয়া',
'রমা', 'কমলে'র আত্মারা—
ডুকরে ডুকরে কাঁদে...
খুঁজে চলে—
মুক্তি পথের হদিস দেওয়া :
সেই পরম পুরুষকে...
যিনি 'বর্ণপরিচয়ে'র
আইনী ভাষাকে...
দিয়েছিল সহানুভূতির স্পর্শে :
সাহিত্যে জীবন্ত রূপ...

শরৎচন্দ্র,
আপনি আজ জীবিত;
নেই বলেই—
ধর্মের জঘণ্যতম মিথ্যেগুলো...
শঙ্কাহীন ভাবে :
শাসন করে যাচ্ছে বৈজ্ঞানিক সত্যকে—
এমনকি,
আদিম হিংস্রতাকেও—
হার মানিয়ে!
মিছিল করছে পৈশাচিক উল্লাসে—

শরৎচন্দ্র,
আপনি আজ জীবিত নেই—
তবুও,
'পথের দাবী'র 'সব্যসাচী'
পথ ভুলে যায়নি...
হয়তো,
সামান্যতম সময়ের জন্য;
হারিয়েছে সংগ্ৰামী বন্ধুদের...
কিন্তু, তাতে কি হয়েছে?
আবার খুঁজে নেবে—
নয়তো বা আপনার রেখে যাওয়া :
চিন্তায় নূতন করে গড়ে নেবে—
পুঁজি নামক মহামারীর :
মহা প্রতিষেধক হিসেবে...

No comments:

Post a Comment