কবিতা

Friday, April 24, 2020



সর্বহারার মহাননেতা কমরেড শিবদাস ঘোষের উদ্দেশ্যে...


             আজও তাঁর চোখে
                               — সুজন মন্ডল

আজও তাঁর চোখে,
নক্ষত্রপুঞ্জের মতোন জ্বলজ্বল করছে!
দরিদ্রতম ভারতবর্ষের পেট চিরে :
দুমুঠো ভাতের গন্ধ, খুঁজে পাওয়ার অমোঘ মন্ত্র...

যে মন্ত্র
চিন রাশিয়া কিউবার জন্ম দিয়েছে!
মুছে ফেলেছে মহামারী ক্ষুধার জঘণ্যতম নাম—
যে মন্ত্র
বিশ্ব কাঁপানো ইবলিশের কবল থেকে এনে দিয়েছে
মানুষের বাস্তুভিটার পবিত্র মাটি...

আজও তাঁর চোখে
অখন্ড জ্যোতির মতোন জ্বলছে মার্ক্স, এঙ্গেলস, লেনিন,
স্ট্যালিন, মাও সে তুং-এর দেখানো রক্তিম স্বপ্ন—

যে স্বপ্ন
এখনও ভারতবর্ষের বুকে অধরাই থেকে গেছে!
তবুও,
তাঁর চোখে জ্বলে থাকা শোষণ ধ্বংসের মারণ মন্ত্র—
অনুবাদ হচ্ছে অনেক বিদ্রোহী চোখের ভেতরে...


No comments:

Post a Comment