আমি ভারভারা রাও বলছি,
—— সুজন মন্ডল
...............................................................
শোনো
আমি ভারভারা রাও বলছি,
এখনও সময় আছে মুক্ত কর,
শুয়োরের এই খোঁয়াড় থেকে!
হয়তো তোমরা এখন কোন মতে,
আটকে রেখেছ আমাকে—
কিন্তু,
কিন্তু আমার চে-ত-না-কে পারোনি...
পারোনি বলেই লোরকা, চে, নেরুদা,
নাজিম হিকমতের মতোই
আমার কাব্যিক চেতনাও আজ
একজন, দুজন করে হাজার-হাজার কবি-শিল্পী,
ছাত্র-যুবা, চাষি-মজুরের ভেতরে ছড়িয়ে পড়ছে—
জেগে উঠছে তাঁদের মধ্যেই
আমার 'বিদ্রোহী' সত্তার তেজ!
শোনো
আমি ভারভারা রাও বলছি,
এখনও সময় আছে মুক্ত কর,
শুয়োরের এই খোঁয়াড় থেকে!
নয়তো,
আমার এক একটি কবিতার পংক্তি গুলো
জেগে উঠলে 'পরে...
তখন,
তখন কি পারবে সামলাতে?
-----------------------------------------------------------------------
সুজনের কলম....
No comments:
Post a Comment