জনপ্রিয় পোস্টসমূহ

Followers

Sunday, May 3, 2020















পৃথিবী
                       —সুজন মন্ডল
.................................................................

আজ আমাদের এতদিনের চেনা পৃথিবীতে
আজ আমাদের এতদিনের ভালোবাসার পৃথিবীতে
               প্রকৃতি নয়, কোন এক ইতরে'র কুকর্মে :
               জন্ম নিয়েছে 'করোনা' নামক এক দস্যু—
যার সামান্যতম হাঁচি, কাশি,
এমনকি হাতের স্পর্শেই—
             শিশুর হাসির মতোন উজ্জ্বল পৃথিবী
             অনবরত পরিবর্তীত হচ্ছে মৃত্যু নগরীতে...


আজ আমাদের প্রিয়তম পৃথিবীতে
মেঘ ভাঙা বৃষ্টির মতোই ঝরছে লাশের উন্নয়ন—
                    অথচ, আমরা, বাঁচতে এবং বাঁচাতে—
                   কোন এক মাতাল রাষ্ট্রের আহ্বানে :
একান্ত বিশ্বাসে'ই বাজিয়ে ছিলাম,
কাঁসর, ঘন্টা, শঙ্খ...
                    জ্বালিয়ে ছিলাম, প্রতিটি ঘরে ঘরে
                   প্রদীপ, মোমের পুতুল...
করেছিলাম প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে :
নগর সংকীর্তন...
                  তবুও,
                  বিজ্ঞানে'ই রেখে ছিলাম শেষ ভরসা...

অথচ, দেখেছি আজ মানবতার এই দূর্দশা দেখেও—
প্রিয়তম রাষ্ট্রও করেছে ছলনা : পুষ্পবৃষ্টিতে!
এমনকি দেখেছি,
আমাদের পৃথিবীতে 'ঈশ্বর' নামক কোন যোদ্ধা নেই!
                     নেই কোন চক্রধারী...
                     যে এই একবিংশের 'মারণ দূতকে' :
                     করবে ছিন্নভিন্ন...
আজ আমাদের মৃত্যুময় পৃথিবীতে
রূপকথার কোন ঈশ্বর নয়,
                     এসেছে জীবন বাজি রেখেই
                     রক্তে মাংসের কিছু মানবিক চরিত্র—
যাঁরা মায়া, মমতা, ভালোবাসা দিয়েই,
করে যাচ্ছে রোগে বিধ্বস্ত পৃথিবীর সেবা—
                    এমনকি, বলে যাচ্ছে জীবন দিয়েই—
                    আমরা কোন কসাই টসাই নই!
আমরা হলাম মানুষের রোগমুক্তির এক জীবন্ত ঈশ্বর...

আজ আমাদের মহামারীময় পৃথিবীতে
রোগে, শোকে, খিদে'ই আক্রান্ত মানুষের পাশে...
            বন্যার জলের মতো ধেয়ে এসেছে
            অসংখ্য মানবতাবাদী : ছাত্র-যুবা, শিল্পী, কবি—
রেখে যাচ্ছে এই সময়ের দিনগুলিতে :
ভালোবাসার অক্ষরে মানবতার স্বাক্ষর—



No comments:

Post a Comment

কবিতা

    হবে এক শোষিতের পরিচয়                      — সুজন মন্ডল  ................................................................... মানুষে'...

কবিতা