জনপ্রিয় পোস্টসমূহ

Followers

Thursday, May 28, 2020

কবিতা

 


   ভারতবর্ষের মা
               — সুজন মন্ডল 
............................................................

কেউ শুনছ,
আমি যে ভারতবর্ষের মা বলছি,
মা-আ...
দ্যাখো আমার চোখে কত নদী ভাঙছে—
মুখে ফাটছে কত সাগরের গর্জন!
আমার নরম বুকের উপরে দৌড়াচ্ছে দ্যাখো
ক্ষুধা আর মহামারীর বীর্যে জন্মানো মৃত্যুর কাঁকড়া :
যেন অনবরত ছিঁড়ে খাচ্ছে আমার ছেলেমেয়েদের—

না, না, না
তোমরা ওভাবে ধুয়ে দিও না...
ট্রেনে পিষে যাওয়া, আমার সন্তানের রক্তে ভেজা বেদি!
ভুলেও অবেলায় ডেকোনা, আমার 'ইয়াকুবের বন্ধুকে—'
হাঁটতে হাঁটতে ওঁরা যে আজ বড়ই ক্লান্ত...

একি করছ,
না, না, না তোমরা আজ আর একদম বাইরে যেওনা!
শুনো নি তোমরা, আমার হতভাগিনী মেয়ে আজ
খোলা রাস্তার বিছানায় করেছে প্রসব :
মানবতার লজ্জা!

কেউ শুনছ,
আমি যে ভারতবর্ষের মা বলছি,
মা-আ...
দ্যাখো, 
আমার এক একটি জোয়ান ছেলে চলে যাচ্ছে—
আমার বুকটা যে জলহীন মাটির মতন ফেটে যাচ্ছে!
তবুও, আমাদের বিদ্যাসাগর, নেতাজি, নজরুল,
বিবেকানন্দরা আজ আর তেমন করে জেগে ওঠে না...

কেউ শুনছ,
আমি যে ভারতবর্ষের মা বলছি,
মা-আ...
আমি যে আজ স্বামী হারিয়ে, ছেলে খুইয়ে, 
মেয়েকে ভাসিয়ে—
সম্পুর্ন উলঙ্গ হয়ে ঘুরছি!

এখন তোমাদের মধ্যে কেউ আসুক, 
অন্ততঃ 
এ জমাট বাঁধা বিবেকের চোখে আটকে থাকা, 
লজ্জার পতাকা খুলে!
আমাকে পড়িয়ে যাও, পড়িয়ে যাও...


Monday, May 18, 2020

কবিতা

ছাড়পত্র
        — সুজন মন্ডল 
..............................................................

আজ আমাদের সারা শরীর,
জ্বলে যাচ্ছে;
জ্বলে যাচ্ছে আমাদের সারা শরীর । 
                 তবে, কোন রোগে নয়,                
                শোকে নয়!
জ্বলে যাচ্ছে আগুনে পোড়া ক্ষতের মতন রাগে!
এই নির্লজ্জ রাষ্ট্রের :
          নজীরবিহীন ইতরামি দেখে—

এখন  মনে হচ্ছে,
নিজেই নিজের গালে, সপাটে চড় কষিয়ে দিই!
আমরাই তো সেদিন, 
            হাসতে হাসতে গণতন্ত্রের 
            লোক দেখানো উৎসবের মঞ্চে—
ঐ খুনি জালিমের হাতে!
তুলে দিয়েছি;
আমাদেরই পেটে লাথি মারার বীভৎস ছাড়পত্র...

Sunday, May 3, 2020















পৃথিবী
                       —সুজন মন্ডল
.................................................................

আজ আমাদের এতদিনের চেনা পৃথিবীতে
আজ আমাদের এতদিনের ভালোবাসার পৃথিবীতে
               প্রকৃতি নয়, কোন এক ইতরে'র কুকর্মে :
               জন্ম নিয়েছে 'করোনা' নামক এক দস্যু—
যার সামান্যতম হাঁচি, কাশি,
এমনকি হাতের স্পর্শেই—
             শিশুর হাসির মতোন উজ্জ্বল পৃথিবী
             অনবরত পরিবর্তীত হচ্ছে মৃত্যু নগরীতে...


আজ আমাদের প্রিয়তম পৃথিবীতে
মেঘ ভাঙা বৃষ্টির মতোই ঝরছে লাশের উন্নয়ন—
                    অথচ, আমরা, বাঁচতে এবং বাঁচাতে—
                   কোন এক মাতাল রাষ্ট্রের আহ্বানে :
একান্ত বিশ্বাসে'ই বাজিয়ে ছিলাম,
কাঁসর, ঘন্টা, শঙ্খ...
                    জ্বালিয়ে ছিলাম, প্রতিটি ঘরে ঘরে
                   প্রদীপ, মোমের পুতুল...
করেছিলাম প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে :
নগর সংকীর্তন...
                  তবুও,
                  বিজ্ঞানে'ই রেখে ছিলাম শেষ ভরসা...

অথচ, দেখেছি আজ মানবতার এই দূর্দশা দেখেও—
প্রিয়তম রাষ্ট্রও করেছে ছলনা : পুষ্পবৃষ্টিতে!
এমনকি দেখেছি,
আমাদের পৃথিবীতে 'ঈশ্বর' নামক কোন যোদ্ধা নেই!
                     নেই কোন চক্রধারী...
                     যে এই একবিংশের 'মারণ দূতকে' :
                     করবে ছিন্নভিন্ন...
আজ আমাদের মৃত্যুময় পৃথিবীতে
রূপকথার কোন ঈশ্বর নয়,
                     এসেছে জীবন বাজি রেখেই
                     রক্তে মাংসের কিছু মানবিক চরিত্র—
যাঁরা মায়া, মমতা, ভালোবাসা দিয়েই,
করে যাচ্ছে রোগে বিধ্বস্ত পৃথিবীর সেবা—
                    এমনকি, বলে যাচ্ছে জীবন দিয়েই—
                    আমরা কোন কসাই টসাই নই!
আমরা হলাম মানুষের রোগমুক্তির এক জীবন্ত ঈশ্বর...

আজ আমাদের মহামারীময় পৃথিবীতে
রোগে, শোকে, খিদে'ই আক্রান্ত মানুষের পাশে...
            বন্যার জলের মতো ধেয়ে এসেছে
            অসংখ্য মানবতাবাদী : ছাত্র-যুবা, শিল্পী, কবি—
রেখে যাচ্ছে এই সময়ের দিনগুলিতে :
ভালোবাসার অক্ষরে মানবতার স্বাক্ষর—



Saturday, May 2, 2020





বিবেক হত্যাকারী
                           — সুজন মন্ডল


এই লকডাউনের দিনগুলি যেন!
              বিশ্বযুদ্ধের, শ্বাসরোধকারী :
              একেকটি মুহূর্তের, রক্তাক্ত কবিতা—
যে কবিতার ভেতরে অনবরত :
এগিয়ে চলেছে, লাশের মহামিছিল—

এই লকডাউনের  দিনগুলি যেন!
               দ্বিগুণ গতিতে উৎপাদন করছে!
               হা-হাভাতে রাক্ষসের পাল—
এদিকে পা'এ হাঁটিয়ে'ই মেরে ফেলছে !
ঘরহীন, খাদ্যহীন, নিস্পাপ পরিযায়ী পাখির!
               ন্যাংটা ছানার, পুঁই ডাঁটার মতোন :
               লকলকে শরীর—

এই লকডাউনের দিনগুলিতে!
            আমার সমগ্ৰ শিল্পীসত্তা যদি!
            চামড়ায় মোড়ানো কঙ্কালের—
দুনিয়া কাঁপানো আর্তনাদ শুনেও;
এতটুকুও কেঁদে না উঠে!
              তাহলে আমি শিল্পী হয়েও,
              মানবতাবিরোধী, বিবেক হত্যাকারী...



কবিতা

    হবে এক শোষিতের পরিচয়                      — সুজন মন্ডল  ................................................................... মানুষে'...

কবিতা