জনপ্রিয় পোস্টসমূহ

Followers

Wednesday, June 24, 2020

কবিতা

চিৎকারে, বলে যেতে চাই...
                      — সুজন মন্ডল 
.............................................................

আজ, 
মরার আগে চিৎকার করে বলে যেতে চাই...
এ জীবনের শেষতম ইচ্ছের কথা—
এ জীবনের শেষতম স্বপ্নের কথা...
বলে যেতে চাই,
এ বুকে লালিত অব্যক্ত যন্ত্রণার ইতিহাস—
বলে যেতে চাই,
বেকারত্বের এক একটি জঘণ্যতম দীর্ঘশ্বাস...

হ্যাঁ, 
আজ মরার আগে চিৎকার করে বলে যেতে চাই...
সমুদ্রের অশান্ত ঢেউয়ের মতোই, 
নাগরিক আকাশের বুকে ধাক্কা মেরে বলে যেতে চাই :
আমার এই মৃত্যুর জন্য!
একমাত্র দায়ী তোমাদের নির্মম শোষণের যুদ্ধ—
যে যুদ্ধে বারে বারে হেরে গেছি আমি...
কখনও ক্ষমতার দাপটে, কখনও বা অর্থের ঝলকানিতে!

আজ 
মরার আগে চিৎকার করে বলে যেতে চাই...
যখনই আমি ভাত চেয়েছি, তখনই তুমি দিয়েছ জাতের যুদ্ধ-
যখনই আমি কাজ চেয়েছি, তখনই তুমি দিয়েছ ভাষার যুদ্ধ-
যখনই আমি বাঁচতে চেয়েছি, তখনই তুমি দিয়েছ ধর্মের যুদ্ধ-
শুধু যুদ্ধ আর যুদ্ধই দিয়েছ...
কখনও একবারের জন্য হলেও মুখ ফস্কে বলোনি! 
এ যুদ্ধ হোক ভাতের জন্য,
এ যুদ্ধ হোক বেঁচে থাকার জন্য,
এ যুদ্ধ হোক নতুন সভ্যতা গড়ার জন্য!
উল্টে তোমাদের এই যুদ্ধের জন্য
আমার বাবা ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করেছে!
তোমাদের এই যুদ্ধের জন্য
আমার ছোট ভাই, বুকের রক্ত ঢেলে শহীদের উপাধি পেয়েছে!
তোমাদের এই যুদ্ধের জন্য
আমার দুঃখিনী মা, কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে!

হ্যাঁ
আজ মরার আগে চিৎকার করে বলে যেতে চাই...
বলে যেতে চাই
তোমাদের এই শয়তানী যুদ্ধের খেলা ধ্বংস হোক
তোমাদের এই মুনাফার সমস্ত ইমারত ধ্বংস হোক
তোমাদের এই শোষণবংশে শাসিত পৃথিবী ধ্বংস হোক...
ধ্বংস হোক,
ধ্বংস হোক...
ধ্বংস...


Tuesday, June 23, 2020

কবিতা

পূর্ণ গ্ৰাসের আগে 
               — সুজন মন্ডল 
--------------------------------------------------------------------

বাবা, তুমি কেমন আছো?
আমি ভালো নেই—
          সময়ের এই রূপ দেখে আমার খুব ভয় করছে!
          প্রচন্ড ভয় করছে...
এখন আর আগের মতোন হাসিনা,খেলিনা,ঘুরিনা—
এখন কারোও সাথে মন খুলে কথা বলি না!
               এমনকি কোন গল্পও করি না...
               এখন তো ঘরের ভিতরে বসে থাকি, 
শুধুই বসে থাকি!
আর জানালার ওপারে নীল আকাশের দিকে
     অধীরার মতো পাথুরে চোখে তাকিয়ে দেখি!
     সূর্য উঠছে, তারারা খেলছে, মাঝেমাঝে বৃষ্টিও পড়ছে ।

কিন্তু, জানো বাবা, আমি বেকার, গৃহশিক্ষক বলে!
মধ্যাহ্নের কোন সূর্য আসে না আমার কাছে—
          মধ্যরাতের কোন তারা আসে না আমার কাছে—
          এমনকি বৃষ্টিরাও আসে না আমার কাছে—
এখন কেউ খেলে না আমার সাথে,
এখন কেউ কথা বলে না আমার সাথে!
         আর এভাবেই কেঁটে যায় দিন রাত একাকী :
        আলোহীন, বাতাসহীন, শূন্য এই বৃত্তের ভেতরে—

বাবা,
বাবা আমি এতটুকুও ভালো নেই!
      বীভৎস এক অন্ধকার গ্ৰাস করেছে অর্ধেক আয়ু—
         তুমি পারো তো আলো নিয়ে এসো :
সম্পূর্ণ গ্ৰাস করার আগেই,
সম্পূর্ণ গ্ৰাস করার আগেই,
              সম্পূর্ণ গ্ৰাস করার আগেই....

Thursday, June 18, 2020

কবিতা

ম্যাক্সিম গোর্কি স্মরণে...
----------------------------- সুজন মন্ডল 

গোর্কি, 
আপনার কথা যখনই ভাবি, 
তখনই হৃদয়ে ভেসে ওঠে :
একটি মমতাময়ী মুখের ছবি!
যে ছবিতে অনন্য শিল্পের কারুকার্যে, 
একটু একটু করে দিয়েছেন বিপ্লবের রঙ—
অথচ, 
দেখেছি আমি সেই ছবিই আজও :
দেশে দেশে ঘুরছে—
যেমন আমাদের দেশে শাহিনবাগের দেওয়ালে 
ঝুলে আছে—

গোর্কি, 
আপনিই পেরেছিলেন একমাত্র, 
পুরুষের পৃথিবীতে :
মা-এর এক জীবন্ত মূর্তি গড়তে—
যে মা, 
স্বামীর ছোট্ট উঠান পেরিয়ে সমগ্ৰ পৃথিবীকে :
জড়িয়ে ধরেছে, দিয়েছে বুক নিংড়ে ভালোবাসা—
অথচ, 
আমরা তাঁর যোগ্যতম সন্তান হতে পারিনি—
পারিনি মুছে দিতে আজও সেই মা-এর, 
চোখের কোনে লেগে থাকা : 
শোষণের বীভৎস দাগ—
ব্যক্তিগত কিছু আরাম আয়েশের খাতিরে...

গোর্কি,
আজ আপনার পুনঃ জন্মই পারে!
লিখতে আবার 'মা'-এর মতোন করে
 মদপ্য পিতার বিপ্লবের মানুষ, হয়ে ওঠার :
অনন্য আত্মজীবনী—
এমনকি,
আপনিই পারেন আজ চোখের সামনে,
এতগুলো মানুষের মৃত্যুতে :
নিষ্ক্রিয় থাকা উত্তরাধিকারদের—
কষাতে দু-গালে, সজোরে ঘৃণার খাপ্পড়!
তাতে যদি সামান্যতম হলেও নড়ে ওঠে :
এতদিনের ঘুমিয়ে থাকা মানবিকতা...

গোর্কি,
আপনাকে জানাই হৃদয় হতে রক্তিম অভিবাদন ।
কেননা, 
আপনিই তো প্রথম সম্পূর্ণ মার্ক্সীয় চেতনায়,
রক্তিম কলমের কালিতে, লিখে দিয়েছিলেন : 
শোষকের বুকে কাঁপন ধরানো, পথের হদিস—
এমনকি,
জাগিয়ে তুলেছিলেন মহামতি লেনিনের অনুপ্রেরণায় :
ক্ষুধা, দারিদ্র্য ধ্বংসের : অমোঘ মন্ত্র...

Sunday, June 14, 2020

কবিতা




কবিতা :  মৃত্যু
                   — সুজন মন্ডল
................................................................

মৃত্যু, মৃত্যু, মৃত্যু
চারিদিকে যেন শুধুই বীভৎস মৃত্যুর মহামিছিল—
                কোথাও কি কোন জীবন নেই,
                কোথাও কি কোন স্পন্দন নেই!
এই মৃত্যুই কি এখন 
নববর্ষের এক একটি শোকবার্তা!
                এই মৃত্যুই কি এখন 
               'দেশে' প্রকাশিত কোন কবির কবিতা—

মৃত্যু, মৃত্যু, মৃত্যু
চারিদিকে যেন শুধুই নির্লজ্জ মৃত্যুর মহামিছিল...
               অথচ,
              ''এই মৃত্যু কি একুশ শতকে কাম্য ছিল?''
              না, না, না... 
 
মৃত্যু আজ যতই 
কেড়ে নিক আমাদের প্রিয়তমার প্রাণ—
                   তবুও,
                   তবুও জীবনের স্বল্পায়ুতে গড়ে তোলা :
অনন্য স্থাপত্যের ভেতরে বেঁচে থাকবে চিরকাল...
বেঁচে থাকবে চিরকাল,
                  বেঁচে থাকবে চিরকাল,
                  বেঁচে থাকবে চিরকাল...

Saturday, June 13, 2020

কবিতা

একদিন
        — সুজন মন্ডল
.................................................................

ঝড়ে উড়ে গেছে চাল, 
'কারখানায়' পড়েছে  মস্ত তালা!
               তবুও, 
              তবুও পেট মানেনিকো কোন বন্দিশালা ।
তার 'পর পরিযায়ী হিটলার এসেছে দ্যাখো,
বিদ্যাসাগরের দেশে এলইডি স্ক্রিনে!
          মানবতাকে আজ :
          পিষে মেরে, ভোটের অঙ্ক তুলে আনে—
 
আমরা তো শুধু একেকটি সংখ্যা 
রাষ্ট্রের অভিধানে—
             মরলে পরেও 
             কোন ক্ষতি নেই, নতুন সংখ্যা জন্ম নেবে!

নির্বাচনী ইশতেহার ঘেঁটে ঘেঁটে বুঝেছি, 
কারা আজ শুধু ঠকায়—
             এই 'মারী মড়কের' দেশে আমরা যে :
             এখনও ভীষণ অসহায়!
তাই ধর্মের আবেগে, 
রক্ত ঝরিয়ে, দেশজ বেনিয়া, হাসতে হাসতেই!
      জাকিয়ে বসছে দেখো বারেবারে ক্ষমতার কুর্সিতে—
      বারেবারে ক্ষমতার কুর্সিতে...

কিন্তু, মনে রেখো,
এই অসহায় জাতিরাই একদিন!
           একবিংশের এ মহা-দুর্ভিক্ষ ছিঁড়ে—
           আনবে, আনবে বেঁচে থাকার সু-দি-ন...



Tuesday, June 9, 2020

কবিতা

হ্যাঁ আমরা কমরেড
                     — সুজন মন্ডল 
....................................................................

হ্যাঁ আমরা কমরেড, 
হ্যাঁ আমরা মুষ্ঠিবদ্ধ হাতে লাল সেলাম কমরেডস বলেছি!
হ্যাঁ আমরা কমরেড, 
হ্যাঁ আমরা মারণ ব্যাধি ক্ষুধা ধ্বংসের মহামিছিলে হেঁটেছি!
হ্যাঁ আমরা কমরেড, 
হ্যাঁ আমরা নির্মম শোষণের বিরুদ্ধে বিপ্লবের কবিতা লিখেছি!
হ্যাঁ আমরা কমরেড, 
হ্যাঁ আমরা ঘুমন্ত আগ্নেয়গিরি জাগাতে, বিদ্রোহের গান গেয়েছি!
হ্যাঁ আমরা কমরেড, 
হ্যাঁ আমরা পুঁজির লোভ আর ফ্যাসিবাদ ধ্বংসের শ্লোগান তুলেছি!
হ্যাঁ আমরা কমরেড, 
হ্যাঁ আমরা মানুষের মতন স্বাধীনভাবে বেঁচে থাকার দাবি করেছি!
হ্যাঁ আমরা কমরেড, 
হ্যাঁ আমরা ধর্মান্ধ, মৌলবাদী মানসিকতাকে উপড়াতে চেয়েছি! 
হ্যাঁ আমরা কমরেড, 
হ্যাঁ আমরা বেকারত্বের অবসান ঘটিয়ে শান্তিতে বাঁচতে চেয়েছি!
হ্যাঁ আমরা কমরেড, 
হ্যাঁ আমরা ঘরে বাইরে মা-বোনদের নিরাপত্তার দাবী তুলেছি!
হ্যাঁ আমরা কমরেড, 
হ্যাঁ আমরা নাথুরামকে ধিক্কার আর ক্ষুদিরামকে ভালোবেসেছি!
হ্যাঁ আমরা কমরেড, 
হ্যাঁ আমরা হিটলারকে শত্রু আর স্ট্যালিনকে মসীহা বানিয়েছি!
হ্যাঁ আমরা কমরেড, 
হ্যাঁ আমরা খুনী,জালিম রাষ্ট্রকে লাথি মেরে ভাঙতে চেয়েছি!
হ্যাঁ আমরা কমরেড, 
হ্যাঁ আমরা ছাত্র-যুবা, শিল্পী-কবি, চাষি-মজুরের ব্যারিকেড গড়েছি!
হ্যাঁ আমরা কমরেড, 
হ্যাঁ আমরা নতুন করে এই পৃথিবীকে আবার সাজাতে চেয়েছি!
হ্যাঁ আমরা কমরেড, 
হ্যাঁ আমরা মার্ক্স,এঙ্গেলস, লেনিন,স্ট্যালিন,
মাওসেতুং,কমঃ শিবদাস ঘোষকে ভালোবেসেছি!
হ্যাঁ আমরা কমরেড, 
হ্যাঁ আমরা আজ মুক্তকণ্ঠে লাল সেলাম কমরেডস বলেছি!
হ্যাঁ আমরা কমরেড,
হ্যাঁ আমরাই মৃত্যুর শেষ নিঃশ্বাসেও জানিয়ে যাবো :
লাল সেলাম কমরেডস,
লাল সেলাম কমরেডস,
লাল সেলাম কমরেডস...


Sunday, June 7, 2020

কবিতা




আসবে আবার ফিরে
                — সুজন মন্ডল 
................................................................

আজ আমাদের প্রিয়তম রাষ্ট্র হাড়ে হাড়ে বুঝিয়ে দিচ্ছে
'কোনও সভ্যতার নয়, বর্বরতার মহান সেবক আমি—'
'শাহিনবাগী' মায়ের ভ্রুণ অন্ধ কুঠুরিতে বন্দি রেখে!
বুটের তলায় পিষে, উল্লাসে জানাবে আমরাই ভূস্বামী ।

ধরছে, বাঁধছে, পুরছে স্বাধীন ভারতের সেলুলার'এ
মোস্ট ওয়ান্টেড,রক্তে মিশেছে যাদের ভলগার স্রোত ।
ভাঙছে,কাটছে,ছিঁড়ছে,পোড়াচ্ছে বিপ্লবী সব ইস্তেহার!
উপড়ে ফেলছে উচ্চারিত,যত বিরুদ্ধ আগুনের শ্লোক ।

আজ যতই আমাদের সংহতি উড়াও পিস্তলবোমায়!
জাতির রক্তেভেজা ভয়ার্ত দিল্লি, যতই টাঙাও ঘরেঘরে
তবুও, এযুগের লাখো লাখো ভগৎসিং,সুভাষ বোসরাই
মার্ক্স-লেনিনকে হৃদয়ঙ্গম করেই আসবে আবার ফিরে ।

                 --------------------------------------------------

Thursday, June 4, 2020

কবিতা




নজরুল স্মরণে 
                  — সুজন মন্ডল 
..............................................................

আজ এখানে
আমরা সকলেই সমবেত হয়েছি 
সমবেত প্রিয়তম কবি নজরুলের জন্মজয়ন্তীতে—
                    তাই, কেউ এসেছে ফুলের মালা হাতে,
                   কেউবা এসেছে গরম গরম বক্তৃতা দিতে!
আবার কেউ এসেছে হোয়াটসঅ্যাপ-ফেসবুকে :
লেটেস্ট স্ট্যাটাস আপডেট দিতে—

অথচ,
অথচ, বিশ্বমানবতার মর্মান্তিক মৃত্যু দেখে!
জেগে ওঠা সেই আগুনের প্রাণপুরুষকে—
               অন্ততঃ 
               একবারের জন্য হলেও :
               মুখে নয়, বুকে জড়িয়ে ধরতে কেউই আসিনি...

হয়তোবা 
এখনও কেউ নির্লজ্জের মতন এখানে সমবেত হয়নি!
হয়তোবা সে, এই আনুষ্ঠানিকতার মঞ্চকে লাথি মেরে—
                            কোথাও ঘরের কোনে নীরবে পড়ছে : 
                            'দুখু মিয়ার আত্মজীবনী...'





  

Wednesday, June 3, 2020

কবিতা

      

ধিক্কার
       — সুজন মন্ডল 
...............................................
 


ধিক্কার 
     —— সুজন মন্ডল
.........................................

আজ, 
ঐ হাতিটাকে মেরে, বুঝিয়ে দিলে— 
        তুমি আসলে, মানবতার মুখোশে :
        একজন হিংস্র জানোয়ার!
তাই, আমার বুকের জমানো ঘৃণায়!
ছুড়ে দিলাম তোমার চোখে মুখে—
        ধিক্কার, ধিক্কার, ধিক্কার...

Monday, June 1, 2020

কবিতা

 



 আগুন কিন্তু আগুনের জন্ম দেয়
                          —— সুজন মন্ডল 
.................................................................

দেখেছ ভারতবর্ষ!
আজ একটা মৃত্যুতে কীভাবে জ্বলছে
সাম্রাজ্যবাদের শিরোমণির বুকের ভেতরে :
ভিয়েতনামের মতন আগুনের লেলিহান শিখা—
ভারতবর্ষ দেখো, 
কীভাবে জ্বলে উঠতে হয় মানবতার মৃত্যুতে—
ভারতবর্ষ শেখো, 
কীভাবে কাঁপিয়ে দিতে হয় স্বৈরাচারী রাষ্ট্রের বুক!

দেখেছ ভারতবর্ষ!
আজ একটা মৃত্যুতে কীভাবে জেগে উঠেছে,
শয়ে শয়ে মার্কিনী সূর্য—
অথচ, 
ভারতবর্ষ, তোমার বুকে গৌরী, আখলাক, কালবার্গি,
তবরেজরা নির্বিচারে লুটিয়ে পড়লে—
তখন তুমি কান কাটা বিবেকের মতন নিশ্চুপ থাকো—
নইতো নির্মমভাবে পিটিয়ে মারো :
জাতির মৃত্যুতে জেগে ওঠা "মানুষের মশাল..."

দেখেছ ভারতবর্ষ!
সারা বিশ্বকে শাসন করার শক্তিও :
আজ কীভাবে বাঙ্কারের ভেতরে লুকিয়েছে মুখ!
একটি যৌথবদ্ধ আগুনের ফুৎকারে—
সাবধান ভারতবর্ষ,
ভুলেও আর কখনও কোন দাঙ্গার আগুন জ্বেলোনা!
আগুন কিন্তু আগুনের জন্ম দেয়...


কবিতা

    হবে এক শোষিতের পরিচয়                      — সুজন মন্ডল  ................................................................... মানুষে'...

কবিতা