— সুজন মন্ডল
.............................................................
আজ,
মরার আগে চিৎকার করে বলে যেতে চাই...
এ জীবনের শেষতম ইচ্ছের কথা—
এ জীবনের শেষতম স্বপ্নের কথা...
বলে যেতে চাই,
এ বুকে লালিত অব্যক্ত যন্ত্রণার ইতিহাস—
বলে যেতে চাই,
বেকারত্বের এক একটি জঘণ্যতম দীর্ঘশ্বাস...
হ্যাঁ,
আজ মরার আগে চিৎকার করে বলে যেতে চাই...
সমুদ্রের অশান্ত ঢেউয়ের মতোই,
নাগরিক আকাশের বুকে ধাক্কা মেরে বলে যেতে চাই :
আমার এই মৃত্যুর জন্য!
একমাত্র দায়ী তোমাদের নির্মম শোষণের যুদ্ধ—
যে যুদ্ধে বারে বারে হেরে গেছি আমি...
কখনও ক্ষমতার দাপটে, কখনও বা অর্থের ঝলকানিতে!
আজ
মরার আগে চিৎকার করে বলে যেতে চাই...
যখনই আমি ভাত চেয়েছি, তখনই তুমি দিয়েছ জাতের যুদ্ধ-
যখনই আমি কাজ চেয়েছি, তখনই তুমি দিয়েছ ভাষার যুদ্ধ-
যখনই আমি বাঁচতে চেয়েছি, তখনই তুমি দিয়েছ ধর্মের যুদ্ধ-
শুধু যুদ্ধ আর যুদ্ধই দিয়েছ...
কখনও একবারের জন্য হলেও মুখ ফস্কে বলোনি!
এ যুদ্ধ হোক ভাতের জন্য,
এ যুদ্ধ হোক বেঁচে থাকার জন্য,
এ যুদ্ধ হোক নতুন সভ্যতা গড়ার জন্য!
উল্টে তোমাদের এই যুদ্ধের জন্য
আমার বাবা ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করেছে!
তোমাদের এই যুদ্ধের জন্য
আমার ছোট ভাই, বুকের রক্ত ঢেলে শহীদের উপাধি পেয়েছে!
তোমাদের এই যুদ্ধের জন্য
আমার দুঃখিনী মা, কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে!
হ্যাঁ
আজ মরার আগে চিৎকার করে বলে যেতে চাই...
বলে যেতে চাই
তোমাদের এই শয়তানী যুদ্ধের খেলা ধ্বংস হোক
তোমাদের এই মুনাফার সমস্ত ইমারত ধ্বংস হোক
তোমাদের এই শোষণবংশে শাসিত পৃথিবী ধ্বংস হোক...
ধ্বংস হোক,
ধ্বংস হোক...
ধ্বংস...