জনপ্রিয় পোস্টসমূহ

Followers

Saturday, August 22, 2020

কবিতা

 

 হবে এক শোষিতের পরিচয় 

                    — সুজন মন্ডল 

...................................................................


মানুষে'র মতো দেখতে, হিংস্র হায়না'র দেশে—

দেদার সে চালাচ্ছে আপস, বাংলা কবিতাটা!

মানুষ মরে মরুক, মানবিকতা ভেসে যাক—

তবু যাবে না আঁকা, শোষণে'র ছবিটা...!

.

অথচ এখনো বিক্রি হয়নি, কিছু সশস্ত্র পংক্তি...! 

মৌনতা ভেঙে অর্তকিতে জাগে, প্রেমের কবিতায়—

খুলে দেয়, 'উদ্বাস্তুময় বাচিকে'র রুদ্ধ কণ্ঠ...!'

গণ বিক্ষোভে'র সুর তোলে, বাউলে'র একতারায় ।


আজকে কিছু কবিতা খুলছে মুখ, হয়তো বাংলা নয়!

সর্বস্বান্ত মানুষের মতোই, হবে এক শোষিতের পরিচয়...


Tuesday, July 14, 2020

কবিতা

আমি ভারভারা রাও বলছি,
                      —— সুজন মন্ডল 
...............................................................

শোনো
আমি ভারভারা রাও বলছি,
এখনও সময় আছে মুক্ত কর, 
শুয়োরের এই খোঁয়াড় থেকে!
হয়তো তোমরা এখন কোন মতে, 
আটকে রেখেছ আমাকে—
কিন্তু, 
কিন্তু আমার চে-ত-না-কে পারোনি...
পারোনি বলেই লোরকা, চে, নেরুদা, 
নাজিম হিকমতের মতোই 
আমার কাব্যিক চেতনাও আজ 
একজন, দুজন করে হাজার-হাজার কবি-শিল্পী, 
ছাত্র-যুবা, চাষি-মজুরের ভেতরে ছড়িয়ে পড়ছে—
জেগে উঠছে তাঁদের মধ্যেই 
আমার 'বিদ্রোহী' সত্তার তেজ!

শোনো
আমি ভারভারা রাও বলছি,
এখনও সময় আছে মুক্ত কর, 
শুয়োরের এই খোঁয়াড় থেকে!
নয়তো,
আমার এক একটি কবিতার পংক্তি গুলো
জেগে উঠলে 'পরে...
তখন, 
তখন কি পারবে সামলাতে?

-----------------------------------------------------------------------
                      সুজনের কলম....


Monday, July 13, 2020

কবিতা



মাত্র কয়েকটা গুলি!
                    -- সুজন মন্ডল 
.............................................................

বাহ্,
সাবাস রাষ্ট্র, সাব্বাস!
মাত্র কয়েকটা গুলি খরচ করেই;
কত সহজেই ঘুম পাড়িয়ে দিলে, 
অজস্র প্রশ্নের চোখকে—
কত সহজেই কবর দিয়ে দিলে; 
রাজকীয় সন্ত্রাসের জঘণ্যতম ইতিহাস...

বাহ্,
সাবাস রাষ্ট্র, সাব্বাস!
মাত্র কয়েকটা গুলি খরচ করেই;
কত সহজেই পরিশুদ্ধ হয়ে উঠলে—
কত সহজেই মহা মানব হয়ে উঠলে...
অথচ,
অথচ ক্ষমতার মসনদে বসে বিস্মৃত হয়েছ!
যে কিছু বিক্ষুব্ধ ইঁদুরও  একদিন কবরে ঢুকে :
তুলে আনতে পারে চাপা পড়ে থাকা,
তোমাদের ঐ নৃশংসতার উপন্যাস...



Wednesday, June 24, 2020

কবিতা

চিৎকারে, বলে যেতে চাই...
                      — সুজন মন্ডল 
.............................................................

আজ, 
মরার আগে চিৎকার করে বলে যেতে চাই...
এ জীবনের শেষতম ইচ্ছের কথা—
এ জীবনের শেষতম স্বপ্নের কথা...
বলে যেতে চাই,
এ বুকে লালিত অব্যক্ত যন্ত্রণার ইতিহাস—
বলে যেতে চাই,
বেকারত্বের এক একটি জঘণ্যতম দীর্ঘশ্বাস...

হ্যাঁ, 
আজ মরার আগে চিৎকার করে বলে যেতে চাই...
সমুদ্রের অশান্ত ঢেউয়ের মতোই, 
নাগরিক আকাশের বুকে ধাক্কা মেরে বলে যেতে চাই :
আমার এই মৃত্যুর জন্য!
একমাত্র দায়ী তোমাদের নির্মম শোষণের যুদ্ধ—
যে যুদ্ধে বারে বারে হেরে গেছি আমি...
কখনও ক্ষমতার দাপটে, কখনও বা অর্থের ঝলকানিতে!

আজ 
মরার আগে চিৎকার করে বলে যেতে চাই...
যখনই আমি ভাত চেয়েছি, তখনই তুমি দিয়েছ জাতের যুদ্ধ-
যখনই আমি কাজ চেয়েছি, তখনই তুমি দিয়েছ ভাষার যুদ্ধ-
যখনই আমি বাঁচতে চেয়েছি, তখনই তুমি দিয়েছ ধর্মের যুদ্ধ-
শুধু যুদ্ধ আর যুদ্ধই দিয়েছ...
কখনও একবারের জন্য হলেও মুখ ফস্কে বলোনি! 
এ যুদ্ধ হোক ভাতের জন্য,
এ যুদ্ধ হোক বেঁচে থাকার জন্য,
এ যুদ্ধ হোক নতুন সভ্যতা গড়ার জন্য!
উল্টে তোমাদের এই যুদ্ধের জন্য
আমার বাবা ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করেছে!
তোমাদের এই যুদ্ধের জন্য
আমার ছোট ভাই, বুকের রক্ত ঢেলে শহীদের উপাধি পেয়েছে!
তোমাদের এই যুদ্ধের জন্য
আমার দুঃখিনী মা, কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে!

হ্যাঁ
আজ মরার আগে চিৎকার করে বলে যেতে চাই...
বলে যেতে চাই
তোমাদের এই শয়তানী যুদ্ধের খেলা ধ্বংস হোক
তোমাদের এই মুনাফার সমস্ত ইমারত ধ্বংস হোক
তোমাদের এই শোষণবংশে শাসিত পৃথিবী ধ্বংস হোক...
ধ্বংস হোক,
ধ্বংস হোক...
ধ্বংস...


Tuesday, June 23, 2020

কবিতা

পূর্ণ গ্ৰাসের আগে 
               — সুজন মন্ডল 
--------------------------------------------------------------------

বাবা, তুমি কেমন আছো?
আমি ভালো নেই—
          সময়ের এই রূপ দেখে আমার খুব ভয় করছে!
          প্রচন্ড ভয় করছে...
এখন আর আগের মতোন হাসিনা,খেলিনা,ঘুরিনা—
এখন কারোও সাথে মন খুলে কথা বলি না!
               এমনকি কোন গল্পও করি না...
               এখন তো ঘরের ভিতরে বসে থাকি, 
শুধুই বসে থাকি!
আর জানালার ওপারে নীল আকাশের দিকে
     অধীরার মতো পাথুরে চোখে তাকিয়ে দেখি!
     সূর্য উঠছে, তারারা খেলছে, মাঝেমাঝে বৃষ্টিও পড়ছে ।

কিন্তু, জানো বাবা, আমি বেকার, গৃহশিক্ষক বলে!
মধ্যাহ্নের কোন সূর্য আসে না আমার কাছে—
          মধ্যরাতের কোন তারা আসে না আমার কাছে—
          এমনকি বৃষ্টিরাও আসে না আমার কাছে—
এখন কেউ খেলে না আমার সাথে,
এখন কেউ কথা বলে না আমার সাথে!
         আর এভাবেই কেঁটে যায় দিন রাত একাকী :
        আলোহীন, বাতাসহীন, শূন্য এই বৃত্তের ভেতরে—

বাবা,
বাবা আমি এতটুকুও ভালো নেই!
      বীভৎস এক অন্ধকার গ্ৰাস করেছে অর্ধেক আয়ু—
         তুমি পারো তো আলো নিয়ে এসো :
সম্পূর্ণ গ্ৰাস করার আগেই,
সম্পূর্ণ গ্ৰাস করার আগেই,
              সম্পূর্ণ গ্ৰাস করার আগেই....

Thursday, June 18, 2020

কবিতা

ম্যাক্সিম গোর্কি স্মরণে...
----------------------------- সুজন মন্ডল 

গোর্কি, 
আপনার কথা যখনই ভাবি, 
তখনই হৃদয়ে ভেসে ওঠে :
একটি মমতাময়ী মুখের ছবি!
যে ছবিতে অনন্য শিল্পের কারুকার্যে, 
একটু একটু করে দিয়েছেন বিপ্লবের রঙ—
অথচ, 
দেখেছি আমি সেই ছবিই আজও :
দেশে দেশে ঘুরছে—
যেমন আমাদের দেশে শাহিনবাগের দেওয়ালে 
ঝুলে আছে—

গোর্কি, 
আপনিই পেরেছিলেন একমাত্র, 
পুরুষের পৃথিবীতে :
মা-এর এক জীবন্ত মূর্তি গড়তে—
যে মা, 
স্বামীর ছোট্ট উঠান পেরিয়ে সমগ্ৰ পৃথিবীকে :
জড়িয়ে ধরেছে, দিয়েছে বুক নিংড়ে ভালোবাসা—
অথচ, 
আমরা তাঁর যোগ্যতম সন্তান হতে পারিনি—
পারিনি মুছে দিতে আজও সেই মা-এর, 
চোখের কোনে লেগে থাকা : 
শোষণের বীভৎস দাগ—
ব্যক্তিগত কিছু আরাম আয়েশের খাতিরে...

গোর্কি,
আজ আপনার পুনঃ জন্মই পারে!
লিখতে আবার 'মা'-এর মতোন করে
 মদপ্য পিতার বিপ্লবের মানুষ, হয়ে ওঠার :
অনন্য আত্মজীবনী—
এমনকি,
আপনিই পারেন আজ চোখের সামনে,
এতগুলো মানুষের মৃত্যুতে :
নিষ্ক্রিয় থাকা উত্তরাধিকারদের—
কষাতে দু-গালে, সজোরে ঘৃণার খাপ্পড়!
তাতে যদি সামান্যতম হলেও নড়ে ওঠে :
এতদিনের ঘুমিয়ে থাকা মানবিকতা...

গোর্কি,
আপনাকে জানাই হৃদয় হতে রক্তিম অভিবাদন ।
কেননা, 
আপনিই তো প্রথম সম্পূর্ণ মার্ক্সীয় চেতনায়,
রক্তিম কলমের কালিতে, লিখে দিয়েছিলেন : 
শোষকের বুকে কাঁপন ধরানো, পথের হদিস—
এমনকি,
জাগিয়ে তুলেছিলেন মহামতি লেনিনের অনুপ্রেরণায় :
ক্ষুধা, দারিদ্র্য ধ্বংসের : অমোঘ মন্ত্র...

Sunday, June 14, 2020

কবিতা




কবিতা :  মৃত্যু
                   — সুজন মন্ডল
................................................................

মৃত্যু, মৃত্যু, মৃত্যু
চারিদিকে যেন শুধুই বীভৎস মৃত্যুর মহামিছিল—
                কোথাও কি কোন জীবন নেই,
                কোথাও কি কোন স্পন্দন নেই!
এই মৃত্যুই কি এখন 
নববর্ষের এক একটি শোকবার্তা!
                এই মৃত্যুই কি এখন 
               'দেশে' প্রকাশিত কোন কবির কবিতা—

মৃত্যু, মৃত্যু, মৃত্যু
চারিদিকে যেন শুধুই নির্লজ্জ মৃত্যুর মহামিছিল...
               অথচ,
              ''এই মৃত্যু কি একুশ শতকে কাম্য ছিল?''
              না, না, না... 
 
মৃত্যু আজ যতই 
কেড়ে নিক আমাদের প্রিয়তমার প্রাণ—
                   তবুও,
                   তবুও জীবনের স্বল্পায়ুতে গড়ে তোলা :
অনন্য স্থাপত্যের ভেতরে বেঁচে থাকবে চিরকাল...
বেঁচে থাকবে চিরকাল,
                  বেঁচে থাকবে চিরকাল,
                  বেঁচে থাকবে চিরকাল...

কবিতা

    হবে এক শোষিতের পরিচয়                      — সুজন মন্ডল  ................................................................... মানুষে'...

কবিতা