কবিতা

Sunday, June 7, 2020

কবিতা




আসবে আবার ফিরে
                — সুজন মন্ডল 
................................................................

আজ আমাদের প্রিয়তম রাষ্ট্র হাড়ে হাড়ে বুঝিয়ে দিচ্ছে
'কোনও সভ্যতার নয়, বর্বরতার মহান সেবক আমি—'
'শাহিনবাগী' মায়ের ভ্রুণ অন্ধ কুঠুরিতে বন্দি রেখে!
বুটের তলায় পিষে, উল্লাসে জানাবে আমরাই ভূস্বামী ।

ধরছে, বাঁধছে, পুরছে স্বাধীন ভারতের সেলুলার'এ
মোস্ট ওয়ান্টেড,রক্তে মিশেছে যাদের ভলগার স্রোত ।
ভাঙছে,কাটছে,ছিঁড়ছে,পোড়াচ্ছে বিপ্লবী সব ইস্তেহার!
উপড়ে ফেলছে উচ্চারিত,যত বিরুদ্ধ আগুনের শ্লোক ।

আজ যতই আমাদের সংহতি উড়াও পিস্তলবোমায়!
জাতির রক্তেভেজা ভয়ার্ত দিল্লি, যতই টাঙাও ঘরেঘরে
তবুও, এযুগের লাখো লাখো ভগৎসিং,সুভাষ বোসরাই
মার্ক্স-লেনিনকে হৃদয়ঙ্গম করেই আসবে আবার ফিরে ।

                 --------------------------------------------------

No comments:

Post a Comment