কবিতা

Monday, June 1, 2020

কবিতা

 



 আগুন কিন্তু আগুনের জন্ম দেয়
                          —— সুজন মন্ডল 
.................................................................

দেখেছ ভারতবর্ষ!
আজ একটা মৃত্যুতে কীভাবে জ্বলছে
সাম্রাজ্যবাদের শিরোমণির বুকের ভেতরে :
ভিয়েতনামের মতন আগুনের লেলিহান শিখা—
ভারতবর্ষ দেখো, 
কীভাবে জ্বলে উঠতে হয় মানবতার মৃত্যুতে—
ভারতবর্ষ শেখো, 
কীভাবে কাঁপিয়ে দিতে হয় স্বৈরাচারী রাষ্ট্রের বুক!

দেখেছ ভারতবর্ষ!
আজ একটা মৃত্যুতে কীভাবে জেগে উঠেছে,
শয়ে শয়ে মার্কিনী সূর্য—
অথচ, 
ভারতবর্ষ, তোমার বুকে গৌরী, আখলাক, কালবার্গি,
তবরেজরা নির্বিচারে লুটিয়ে পড়লে—
তখন তুমি কান কাটা বিবেকের মতন নিশ্চুপ থাকো—
নইতো নির্মমভাবে পিটিয়ে মারো :
জাতির মৃত্যুতে জেগে ওঠা "মানুষের মশাল..."

দেখেছ ভারতবর্ষ!
সারা বিশ্বকে শাসন করার শক্তিও :
আজ কীভাবে বাঙ্কারের ভেতরে লুকিয়েছে মুখ!
একটি যৌথবদ্ধ আগুনের ফুৎকারে—
সাবধান ভারতবর্ষ,
ভুলেও আর কখনও কোন দাঙ্গার আগুন জ্বেলোনা!
আগুন কিন্তু আগুনের জন্ম দেয়...


No comments:

Post a Comment