কবিতা

Monday, May 18, 2020

কবিতা

ছাড়পত্র
        — সুজন মন্ডল 
..............................................................

আজ আমাদের সারা শরীর,
জ্বলে যাচ্ছে;
জ্বলে যাচ্ছে আমাদের সারা শরীর । 
                 তবে, কোন রোগে নয়,                
                শোকে নয়!
জ্বলে যাচ্ছে আগুনে পোড়া ক্ষতের মতন রাগে!
এই নির্লজ্জ রাষ্ট্রের :
          নজীরবিহীন ইতরামি দেখে—

এখন  মনে হচ্ছে,
নিজেই নিজের গালে, সপাটে চড় কষিয়ে দিই!
আমরাই তো সেদিন, 
            হাসতে হাসতে গণতন্ত্রের 
            লোক দেখানো উৎসবের মঞ্চে—
ঐ খুনি জালিমের হাতে!
তুলে দিয়েছি;
আমাদেরই পেটে লাথি মারার বীভৎস ছাড়পত্র...

No comments:

Post a Comment