কবিতা

Tuesday, July 14, 2020

কবিতা

আমি ভারভারা রাও বলছি,
                      —— সুজন মন্ডল 
...............................................................

শোনো
আমি ভারভারা রাও বলছি,
এখনও সময় আছে মুক্ত কর, 
শুয়োরের এই খোঁয়াড় থেকে!
হয়তো তোমরা এখন কোন মতে, 
আটকে রেখেছ আমাকে—
কিন্তু, 
কিন্তু আমার চে-ত-না-কে পারোনি...
পারোনি বলেই লোরকা, চে, নেরুদা, 
নাজিম হিকমতের মতোই 
আমার কাব্যিক চেতনাও আজ 
একজন, দুজন করে হাজার-হাজার কবি-শিল্পী, 
ছাত্র-যুবা, চাষি-মজুরের ভেতরে ছড়িয়ে পড়ছে—
জেগে উঠছে তাঁদের মধ্যেই 
আমার 'বিদ্রোহী' সত্তার তেজ!

শোনো
আমি ভারভারা রাও বলছি,
এখনও সময় আছে মুক্ত কর, 
শুয়োরের এই খোঁয়াড় থেকে!
নয়তো,
আমার এক একটি কবিতার পংক্তি গুলো
জেগে উঠলে 'পরে...
তখন, 
তখন কি পারবে সামলাতে?

-----------------------------------------------------------------------
                      সুজনের কলম....


Monday, July 13, 2020

কবিতা



মাত্র কয়েকটা গুলি!
                    -- সুজন মন্ডল 
.............................................................

বাহ্,
সাবাস রাষ্ট্র, সাব্বাস!
মাত্র কয়েকটা গুলি খরচ করেই;
কত সহজেই ঘুম পাড়িয়ে দিলে, 
অজস্র প্রশ্নের চোখকে—
কত সহজেই কবর দিয়ে দিলে; 
রাজকীয় সন্ত্রাসের জঘণ্যতম ইতিহাস...

বাহ্,
সাবাস রাষ্ট্র, সাব্বাস!
মাত্র কয়েকটা গুলি খরচ করেই;
কত সহজেই পরিশুদ্ধ হয়ে উঠলে—
কত সহজেই মহা মানব হয়ে উঠলে...
অথচ,
অথচ ক্ষমতার মসনদে বসে বিস্মৃত হয়েছ!
যে কিছু বিক্ষুব্ধ ইঁদুরও  একদিন কবরে ঢুকে :
তুলে আনতে পারে চাপা পড়ে থাকা,
তোমাদের ঐ নৃশংসতার উপন্যাস...